এত বড় অভিযানে দু’একটা ভুল হতেই পারে কক্সবাজারের টেকনাফে র‌্যাব-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলর ও যুবলীগ নেতা একরামুল হকের নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, । তারপরও পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে, তার যথোপযুক্ত বিচার হবে। গতকাল সকা?লে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারীদের জন্য ‘দোলনচাঁপা’ বাস উদ্বোধন শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন। মাদকবিরোধী অভিযানে একরামের নিহত হওয়ার ঘটনা চলমান অভিযানকে প্রশ্নবিদ্ধ করে কি না তা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, খতিয়ে দেখার আগে বলা যাবে না এ ঘটনায় নিরীহ কেউ শিকার হলো কি না। তদন্তের পর মূল ঘটনা বেরিয়ে আসবে।

szতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না। একরামুল হ?কের নিহত হওয়ার দিনের অডিও রেকর্ড প্রসঙ্গে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, অডিওটি খ?তি?য়ে দেখা হ?চ্ছে। য?দি সে নিরপরাধ হয়, তাহ?লে দোষী?দের আইনের আওতায় এনে বিচার করা হ?বে। এ ছাড়া তথ্য-প্রমাণ ছাড়া একরামুল যে নির্দোষ, সেটাও বল?তে পারছি না। তবে অপরাধী কাউকেই সরকার ছাড় দেবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, এ অভিযানে যদি কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হয়, তাহলে অবশ্যই তা তদন্ত করা হবে। এর সঙ্গে যারা জড়িত তাদের রেহাই দেয়া হবে তা মনে করার কোনো কারণ নেই। আমি নিজেও বলেছি নিরীহ কারো বিরুদ্ধে কিছু করা যাবে না। তিনি বলেন, একরাম আমাদের পার্টির একজন কর্মী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন। এরপর আমার মনে হয় আর কিছু বলা উচিত নয়। একরামুল যুবলী?গ নেতা হওয়ার পরও ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লী?গের অভ্যন্তরীণ কোনো ধরনের কোন্দল কাজ করতে পারে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখানে অভ্যন্তরীণ কোন্দলের কোনো আলামত আমরা পাইনি। এ ঘটনায় সে ভিকটিম হয়ে গেল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো নিরীহ ব্যক্তি হামলার শিকার হয়, তাতে সরকার কোনো ছাড় দেবে না। সেতুমন্ত্রী বলেন, এটি বড় ধরনের একটি অভিযান, যা দেশের সব মানুষের প্রশংসা কুড়িয়েছে। তবে একটি মহল এর বিরোধিতা করছে স্রেফ রাজনৈতিক কারণে। বিরোধিতার খাতিরে বিরোধিতা হচ্ছে। সরকারের প্রতিপক্ষ বিরোধিতা করছে। কিন্তু যাদের জন্য অভিযান, সেই সাধারণ মানুষ খুবই খুশি।

মাদকের ভয়াবহতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, সুনামির মতো মাদক দেশে ছড়িয়ে পড়ছে। সেই অবস্থায় কেবল ক্যাম্পেইন করে মাদকের স্রোত থামানো যাচ্ছে না। আমাদের তরুণ সমাজ মাদকের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা কি কিছুই বলব না? অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি প্রতিষ্ঠান র‌্যাংগস গ্রুপের উদ্যোগে রাজধানীতে যাত্রা শুরু করছে ‘দোলনচাঁপা’ বাস সার্ভিস। বাসটি রাজধানীর মিরপুর-১২ নম্বর থেকে ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। অনুষ্ঠানে র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, র‌্যাংগস মোটরের ম্যানেজিং ডিরেক্টর সোহান রউফ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031