সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায়। আহত হয়েছেন অন্তত নয়জন। শুক্রবার সকাল ১১টার দিকে নতুন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নতুন ব্রিজ এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় অন্তত নয়জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনা তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
নিহতদের মধ্যে নারগিস আকতার নামে ৩৫ বছর বয়সী এক নারীর নাম জানা গেছে। তার স্বামীর নাম শহীদুল ইসলাম। বাকি দুইজনের নামপরিচয় এখনো জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
