কাস্টমস কর্তৃপক্ষ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে ।
শুক্রবার সকালে ওমানের মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. ইকবাল। তার বাড়ি চট্রগ্রামে।
সিলেট কাস্টমসের যুগ্ম কমিশনার নিয়ামুল ইসলাম জানান, সকাল ১০ টায় বিজি-২২২ ফ্লাইটটি সিলেট অবতরণ করলে রুটিন চেকে যান কাস্টমস কর্মকর্তারা। এসময় আটক ইকবাল একটি ব্যাগ সিটের নিচে লুকাতে গেলে কাস্টমস সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা নিয়ামুল ইসলাম।
