ব্যবসায়ীরা চট্টগ্রাম নগরীতে রাতভর থেমে থেমে ভারী বর্ষণে জলাবদ্ধতার কারণে ঈদের আগে ক্ষতির মুখে পড়েছেন ।
ভারী বর্ষণে হাঁটু পানিতে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ, হালিশহর মুরাদপুরসহ বিভিন্ন এলাকা। ক্ষতির মুখে পড়েছেন নগরীর চকবাজার এলাকার সিটি কর্পোরেশনের চক সুপার মার্কেটের ব্যবসায়ীরা। দোকানে পানি ওঠায় বন্ধ করে দোকানে তালা ঝুলিয়েছেন অনেকে।
ঈদের আগে লাখ টাকার মালামাল ভিজে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন তারা। আগামীতে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
