ফিফা বিশ্বকাপ ফুটবল রাশিয়া ২০১৮’র জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো। বাংলাদেশ সময় রাত ৮.৩০ টায় শুরু হয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। রাশিয়ার রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়িামে অনুষ্ঠানের পুরো মঞ্চটিই তৈরি করা হয় ফুটবলের আদলে। ব্রিটেনের পপ স্টার রবি উইলিয়ামস আসেন ‘লেট মি এন্টারটেন ইউ’ গান নিয়ে, সঙ্গে মাঠে আসেন রাশিয়া বিশ্বকাপের মাস্কটের হাত ধরে দু’বারের বিশ্বজয়ী ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী রোনালদো নাজারিও ডি লিমা। এরপর রূপকথার পাখির ডানায় ভর করে মাঠে প্রবেশ করেন রাশিয়ান বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এইডা গারিফুলিনা। ফুটবল বিশ্বকাপের ২১ তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বক্তব্য রাখেন।
এরপর মাঠে প্রবেশ করে রাশিয়া ও সৌদি আরব দল, বাংলাদেশ সময় রাত ৯টায়। আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানার বাঁশির মধ্য দিয়ে মাঠে গড়ায় দু’দলের উদ্বোধনী খেলা।
