Morzinaচট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় যোগ দিলেন দেশের তৃতীয় নারী ওসি মর্জিনা আক্তার মর্জু। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে সিএমপি কমিশনার এক আদেশে ওসি মর্জিনাসহ পাঁচজন পুলিশ পরিদর্শককে নতুন দায়িত্ব দেন।

সিএমপি সূত্র জানায়, কমিশনারের ওই আদেশে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মর্জিনা আক্তার মর্জুকে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক রুহুল আমিনকে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) পদে দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া পদোন্নতি পেয়ে সদ্য পরিদর্শক হওয়া বিকাশ সরকার, মুহাম্মদ মঈন উদ্দিন ও দেবপ্রিয় দাশকে চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ১৭ মে দেশের প্রথম নারী ওসি হিসেবে দায়িত্ব পান ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ওসি হোসনে আরা বেগম। এরপর একই বছরের সেপ্টেম্বরের শুরুতে দ্বিতীয় নারী ওসি হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের চান্দগাঁও থানার ওসি হিসেবে যোগ দেন রওশন আরা।

সর্বশেষ দেশের তৃতীয় ও চট্টগ্রাম মহানগর পুলিশের দ্বিতীয় নারী ওসি হিসেবে যোগ দিলেন মর্জিনা আক্তার মর্জু। বর্তমানে দায়িত্বপালনরত একমাত্র নারী ওসি তিনি।

তবে গত ২৪ মার্চ থেকে অতিরিক্ত দায়িত্বে সদরঘাটের ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তৎকালীন পরিদর্শক (তদন্ত) মর্জিনা।

এ প্রসঙ্গে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীর ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে পরিদর্শক মর্জিনা গুরুত্বপূর্ণ ভ’মিকা রেখেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে সদরঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি তিনি সফল হবেন। আমরাও তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো।

নব নিযুক্ত সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার মর্জু বলেন, বিগত সময়ে বেশকিছু ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছি। পদোন্নতি পাওয়ায় আমার কাজের স্পৃহা আরো বেড়ে গেছে। নতুন পথচলায় আমি সবার দোয়া চাই।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930