রাশিয়া বিশ্বকাপ মিশন হতাশা দিয়ে শুরু ব্রাজিলের । গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা। ১৯৭৮ বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিততে ব্যর্থ হয় ব্রাজিল। নকআউট পর্বের লক্ষ্যে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের সামনে এবার বড় চ্যালেঞ্জ। ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল। আর এই ম্যাচে হার দেখলে বিদায়ের শঙ্কায় পড়বে সফল কোচ তিতের ব্রাজিল।
এবারের বাছাইপর্বে দাপুটে নৈপুণ্য দেখিয়ে সবার আগে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ব্রাজিল। আর বিশ্বকাপ শুরুর আগেও উজ্জ্বল দেখায় সেলেকাওদের। টানা দুই প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ী হয় ব্রাজিল। ইনজুরি থেকে ফিরে দুই ম্যাচেই গোল পান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের ইনফর্ম মিডফিল্ডার কুটিনহো বলেন, আমরা চাপ নিচ্ছি না। আমরা মোটেই উদ্বিগ্ন নই। বিশ্বকাপে সব ম্যাচই ফাইনালের মতো। মাঠে সবাইকে নিজ নিজ দায়িত্বটা ঠিক ঠিক পালন করতে হবে।
