প্রশাসন ‘সরকারি গোপাঠ রকম ভূমিতে’ থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামে । সোমবার বিকেলে অবৈধ স্থাপনার কাজ চলমান থাকার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সার্ভেয়ার মো. আবদুর রাকিব ও বিশ্বনাথ সদর ইউনিয়নের তহসিলদার নির্মল পাল চৌধুরী।
জানা গেছে, উপজেলার চানপুর গ্রামস্থ ‘মাটিজোড়া নদী’ সংলগ্ন ভূমিতে দশপাইকা মৌজার ৫৪নং জে.এল এর ১নং খতিয়ানের ১৮৫, ২১৬ ও ২১৮নং দাগের প্রায় ৮৬ শতক সরকারি জায়গার উল্লেখযোগ্য পরিমাণ ভূমি একই গ্রামের মজম্মিল আলী, আলতাব হোসেন, ছোয়াব আলী, সেলিম আহমদ, সায়েক আলী, রাশিদ আলী ও তজম্মুল আলী প্রাচীর দিয়ে তাদের বাড়ির সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে ঘর-দোয়ার নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। ২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি বুধবার সকালে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফতাফিজুর রহমানেরনেতৃত্বে ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। সম্প্রতি জনৈক ছোয়াব আলী পুনরায় তার বাড়ির সামনে সরকারি ভূমি দখলের উদ্দেশ্যে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরুর সংবাদ চলে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র কাছে। তিনি বিষয়টি খোঁজ নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জহুরা’কে নির্দেশ প্রদান করেন।

ইউএনও’র নির্দেশ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলের নিজের প্রতিনিধি পাঠিয়ে তা উচ্ছেদ করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031