সরকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (মেডিকেল) ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছে ।
প্রেষণে হাসপাতালটির পরিচালক নিয়োগ দিতে এই সেনা কর্মকর্তাকে মঙ্গলবার তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি বুধবার প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
