শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আসছে ২৭ জুলাই এবং কয়েকটি দেশে ২৮ জুলাই। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়িত্ব হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে লালচে রং ধারণ করবে চাঁদ। আর চাঁদের এই অবস্থার নাম দেওয়া হয়েছে ‘ব্লাড মুন’। এ সময় চাঁদ পৃথিবীর ছায়ার সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকাটি অতিক্রম করবে। তাই চন্দ্রগ্রহণটি দীর্ঘ সময় ধরে চলবে। একই কারণে চাঁদের পৃষ্ঠে লালচে আভার সৃষ্টি হবে।
এ মহাজাগতিক দৃশ্য ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো থেকে দেখা যাবে। এশিয়ার বেশিরভাগ দেশ থেকে ২৭ জুলাই দিবাগত মধ্যরাতের পর অথবা ২৮ তারিখ ভোর থেকে চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে।
উল্লেখ্য, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া সরাসরি চাঁদকে ঢেকে ফেলে। তখন চাঁদকে সাময়িক সময়ের জন্য দেখা যায় না।
সূত্র: দ্য ফার্স্ট পোস্ট
