স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের মানহীন বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে অসহায় । বেসরকারি মেডিকেল কলেজ নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করলেও উচ্চ আদালতের নির্দেশে সেসব মেডিকেলগুলো আবার কার্যক্রম শুরু করে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে ২০১৮-১৯ সালের বাজেটে প্রস্তাবিত দায়মুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ছাটাই প্রস্তাবের জবাবে এ মন্তব্য করেন।
তিনি বলেন, অনেক বেসরকারি কলেজ আছে, যারা মানহীন এবং শিক্ষক নাই, লাইব্রেরি নাই, ল্যাবরেটরি নাই। সেসব মেডিকেলগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু উচ্চ আদালতের হস্তক্ষেপের কারণে তাদের ছেড়ে দিতে হয়েছে। কী করব বলেন? কোর্টের নির্দেশ তো আমি অমান্য করতে পারব না।
বেসরকারি মেডিকেল কলেজ নিয়ন্ত্রণে নতুন আইন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংসদ সদস্যরা যদি সোচ্চার থাকেন, বেসরকারি মেডিকেল কলেজ নিয়ন্ত্রণের নতুন আইন করা হবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
