গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে নগরের সিআরবি বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশের এই কর্মকর্তা জানান। ওই সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২টি ডিবি জ্যাকেট ও ২টি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত কালো রংয়ের একটি মাইক্রোবাস (চট্টমেট্রো ছ-১১৬১৮২)।
গ্রেফতার হওয়া নকল ডিবির তিন সদস্য হলো- আনোয়ারা উপজেলার কৈনপুরা মহরতপাড়া এলাকার মো. ইমরান আলী (৩৮), পটিয়া উপজেলার বড়উঠান এলাকার মো. আবদুল জলিল প্রকাশ করিম (৪৫) এবং এক্ই এলাকার মো. সাহাবুদ্দিন প্রকাশ সাইফুল। এদের বিরুদ্ধে নগরের কোতোয়ালী, বাকলিয়া, পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
