ভারতের মুর্শিদাবাদ জেলা রানীনগর থানা পুলিশ রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তিন বাংলাদেশির লাশ উদ্ধার করেছে । অজ্ঞাত ওই তিন বাংলাদেশীর লাশ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে ভারতে ‘ইনাডু বাংলা’ নামের একটি জনপ্রিয় পত্রিকা এই খবর প্রকাশ করে। তবে নিহতরা কেউ বাংলাদেশের নাগরিক না বলে জানিয়েছে বিজিবি-১।
শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম আল মাসুদ ইফতেখার মানবজমিনকে এসব জানান, ‘বিগত সাত দিনে ভারতের কাহারপাড়ার বিপরীতে বাংলাদেশের চরমাঝারদিয়াড়, সোনাইকান্দি ও খরচাকা এলাকার কেউ সীমান্ত অতিক্রম করে ভারতে যায়নি। আমরা খোঁজ নিয়ে দেখেছি। এছাড়া ঘটনাস্থলটি বাংলাদেশী সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে এবং এলাকাটিতে কাঁটাতারের বেড়া দেয়া আছে।
বিভিন্ন সূত্র থেকে খবর নিয়ে নিশ্চিত হয়েছি, নিহতরা কেউ বাংলাদেশের নাগরিক না। ওরা সবাই ভারতীয় চোরাকারবারি।’ প্রসঙ্গত, ইনাডু বাংলা’র প্রতিবেদনে বলা হয়েছে-গত মঙ্গলবার (৩রা জুলাই) বিকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার শেখপাড়া-কাহ্রাপাড়া সীমান্ত এলাকার ফসলের ক্ষেত থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখান থেকে লাশগুলো উদ্ধার হয়েছে সেটি পশ্চিমবঙ্গের কাহারপাড়া শেখপাড়া সীমান্ত এলাকাটি বাংলাদেশের রাজশাহী জেলার চরমাঝারদিয়াড়, সোনাইকান্দি ও খরচাকা সীমান্তের ওপারে।
