ইংল্যান্ড ও সুইডেন রাশিয়া বিশ্বকাপে শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছে । সামারাতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত আটটায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে গোলশূন্য সমতা রয়েছে। এই ম্যাচে যারা জিতবে সেমিফাইনালে তারা রাশিয়া অথবা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।
এই ম্যাচে ইংল্যান্ড একাদশে কোনো পরিবর্তন আনেনি। দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ইংলিশরা। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইডেন। এই ম্যাচে সুইডেনের একাদশে সেভেনসন ও লাস্টিগের পরিবর্তে ঢুকেছেন লারসন ও ক্রাফথ।
বিশ্বকাপে ইংল্যান্ড এর আগে দুইবার সেমিফাইনাল খেলেছে। ১৯৬৬ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশরা। এরপর ১৯৯০ সালের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ড। অন্যদিকে, বিশ্বকাপে সুইডেন এখন পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে। ১৯৫৮ সালের বিশ্বকাপে রানার আপ হয়েছিল সুইডিশরা।
ইংল্যান্ড একাদশ: পিকফোর্ড, ওয়াকার, স্টোনস, মাগুইরি, ট্রিপিয়ার, অ্যালি, হেন্ডারসন, লিনগার্ড, ইয়ং, স্টার্লিং, হ্যারি কেন।
সুইডেন একাদশ: ওলসেন, ক্রাফথ, লিন্ডেলফ, গ্রাঙ্কভিস্ট, অগাস্টিনসন, ক্লায়েসন, লারসন, একদাল, ফোর্সবার্গ, বার্গ, তোইভোনেন।
রেফারি: বিজর্ন কুইপার্স (হল্যান্ড)।
