বর্তমানে দুটি টিকাসহ ব্লাড সুগার, ব্লাড গ্রুপ, এক্স-রে ও ইসিজি পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে ।হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় আরও চার নির্দেশনা দিয়ে এ বছর বেসরকারি হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।  সোমবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা সংবাদ সম্মেলনে বলেন, হজযাত্রীদের টিকা ছাড়াও উল্লেখিত এসব পরীক্ষা করতে হবে। এবছর সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি হাসপতালেও পরীক্ষা করানোর সুযোগ থাকায় হজযাত্রীদের হয়রানি কম হবে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘এ বছর হজে যাবেন এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন এক লাখ ২০ জন।’ তিনি আরও বলেন, ‘আগামী ২১ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আগামী ১১ জুলাই আশকোনায় হজ কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কর্যক্রম উদ্বোধন করবেন এবং হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।’

এবছর ৫২৮টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে। হজ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই এবং ফ্লাইট শেষ হবে ১৫ আগস্ট। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট এবং শেষ হবে ২৫ সেপ্টেম্বর। বালাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন হজযাত্রী পরিবহণ করবে আর সাউদিয়া ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031