ঢাকায় দায়ের করা দুটি মামলায় মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মন্ত্রী-এমপি বানিয়ে জাতির মানহানির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামিন না পেয়ে এবার দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সাবেক খালেদা জিয়ার পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। গত ৫ জুলাই ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব ও খুরশীদ আলম এ দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেয়ায় আজ আইনজীবীরা দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন।
মামলার বিবরণে জানা যায়, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৭-এ মানহানির মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
