প্রাইভেটকারের ধাক্কায় মোস্তফা মিয়া (৩২) নামের এক সাইকেল আরোহী মারা গেছেন রাজধানীর খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান। মৃত মোস্তফা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পুরারচড় গ্রামের তারামিয়ার ছেলে। বর্তমানে সবুজবাগ মাদারটেক আদর্শপাড়ায় ভাড়া থাকে।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মানিক সাহা জানান, এই ঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।।
