প্রতিরাতে কোথাও না কোথাও হানা দিয়ে বাড়িঘর তছনছ করছে।বাঁশখালীর সাধনপুর ও পুকুরিয়ায় একের পর এক হাতির তাণ্ডবের শিকার মানুষগুলোর জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। গত ১৭ জুলাই থেকে হাতিগুলো
গাছপালার ব্যাপক ক্ষতি করলেও হাতিগুলো বনে ফিরিয়ে নিতে কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বনবিভাগ কিংবা দায়িত্বশীল প্রশাসন। গত ১৭ জুলাই রাতে বৈলগাঁও এলাকায় ৮টি কাচাঘর তছনছ করে হাতির পাল। এরপর দিন পুকুরিয়ায় তিনটি ঘরের ক্ষতি সাধনসহ বেশ কিছু গাছপালা ভেঙে ফেলে । এর রেশ কাটতে না কাটতে গত শুক্রবার রাতে আবারো হাতিরদল সাধনপুরের বানীগ্রামে হানা দিয়ে সাবেক শিক্ষক প্রকাশ রঞ্জন চৌধুরী, ডা. বিদ্যুৎ চৌধুরী, শংকর দে, মো. হাশেম, মো.বজল, মো. আবু তাহেরের বাড়িঘরে তাণ্ডব চালয়। সাধনপুরের বাসিন্দা রশীদ জানান– হাতির পাল রাত ১১টার দিকে এসে বাড়ির দেয়াল ভেঙ্গে বেশকিছু গাছপালা নষ্ট করে। এসময় সাধারণ জনগণ প্রাণভয়ে ছুটতে থাকে। বাঁশখালীর সাধনপুর, পুকুরিয়াসহ অন্যান্য ইউনিয়নে রাতে কিংবা দিনে হানা দিয়ে বাড়িঘর ও গাছপালা নষ্টসহ ব্যাপক ক্ষতি করছে।
হাতির পাল থেকে বাড়িঘর ও অন্যান্য মালামাল রক্ষায় ক্ষতিগ্রস্ত জনগণ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
