পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিলুপ্ত হওয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় মামলা গ্রহণ না করতে। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত কয়েকটি মামলায় জামিন শুনানিকালে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আদালত আদেশে বলেছেন, অস্তিত্বহীন আইন দিয়ে যেন জনগণকে গ্রেপ্তার বা হয়রানি না করা হয়, সে জন্য পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, আইনের এ ধারাটি যেহেতু বাতিল ও এ আইনের কোনো অস্তিত্ব নেই তাই এ আইনের মামলা নেয়া বেআইনি।
এ আইনের বিবরণে জানা যায়, ১৯৯০ সালে হুসাইন মুহাম্মদ এরশাদ সরকারের পরে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ একটি অধ্যাদেশ দিয়ে চুয়াত্তরের আইনের ১৬, ১৭ ও ১৮ ধারা বাতিল করেন।
