বিএনপির নেতারা দলীয় প্রধানের কারাবন্দি, নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিক সময়ের ছাত্র আন্দোলনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ।
আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় কূটনীতিকদের হাতে একটি প্রতিবেদন তুলে দেয়া হয় বিএনপির পক্ষ থেকে।
বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কুয়েত, জার্মানি, নরওয়ে, সুইজারল্যান্ডসহ প্রায় ২০টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন বৈঠকে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর হামলার চিত্র, সদ্য অনুষ্ঠিত সিটি নির্বাচনে সংঘটিত বিভিন্ন অনিয়ম লিখিতভাবে কূটনীতিকদের অবহিত করা হয়।
বৈঠকে অংশ নেয়া বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে বলেন, মূলত সিটি নির্বাচনে অনিয়ম, দেশের সার্বিক অবস্থা, মানবাধিকার পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মামলা, তার জামিন না হওয়া- এসব বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।
ওই নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে দৃক গ্যালারির শহিদুল আলমের গ্রেপ্তারের বিষয় নিয়েও কথা হয়। তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটার নিন্দা জানানো হয়।
এ ছাড়া মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত হিসেবে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন সম্পর্কে বিএনপি নেতাদের কাছে জানতে চান কূটনীতিকরা। নেতারা বলেন, এতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল।
এ ছাড়া বেগম খালেদা জিয়াকে মুক্তি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার বিষয়েও কথা বলেন বিএনপির নেতারা।
বৈঠকে বিএনপির পক্ষে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, রিয়াজ রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির নেতা জেবা খান, ব্যারিস্টার মীর হেলাল, অ্যাডভোকেট ফাহিমা মুন্নি, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
