বাংলাদেশর অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ আয়রল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে খেলতে নামে । টস জিতে ব্যাট হাতে ৩৪ ওভারে ২ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে তারা। ৯৮ বলে ২ ছক্কা ও ১৯ চারে ১২৪ রানে মুমিনুল হক ও ৬ রান নিয়ে মাঠে রয়েছেন উইকেটরক্ষক ব্যটসম্যান মোহাম্মদ মিঠুন। এর আগে ব্যাট হাতে দলীয় ৬ রানের মাথায় ওপেনার মিজানুর রহমানের উইকেট হারায় বাংলাদেশ। পরে দ্বিতীয় উইকেট জুটিতে ২১০ রান করেন মুমিনুল হক ও আরেক ওপেনার জাকির হাসান।

পরে জাকির ৮৩ বলে ২ ছক্কা ও ৭ চারে ৭৯ রান করে আউট হন। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় রয়েছে। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পন্ড হয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮৯৭ রানে আর তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ড জয় পায় ৩৪ রানে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031