ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ভারতকে এক ইনিংস আর ১৫৯ রানে হারিয়ে দিয়েছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আয়োজক দেশ এগিয়ে ২-০তে। রবিবার লর্ডসে মুখ থুবরে পড়েছে ভারতীয় দলের সব গর্ব। ভাল-মন্দ মিলিয়ে রেকর্ডও হয়েছে একাধিক। ইংল্যান্ড যেখানে ভারতকে নাস্তানাবুদ করে হারিয়েছে সেখানে ১৯৭৪-এর পর এ ভাবে প্রথম হার ভারতের লর্ডসের মাটিতে। আর এর মধ্যেই কিছু না করে পুরো ম্যাচ মাঠে থেকে গিয়েছেন একজন। সেটাই রেকর্ড। আর সেই রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন ইংল্যান্ডের আদিল রশিদ।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট তাঁকে বোলিংয়ে ব্যবহার করেননি। একটিও বল করেননি আদিল রশিদ। শুধু তাই নয়, আদিল বিশ্ব ক্রিকেটে ১৩তম ক্রিকেটার এবং গত ১৩ বছরে প্রথম ব্রিটিশ যিনি পুরো একটা টেস্ট ম্যাচে বোলিং, ব্যাটিং তো করলেনই না সঙ্গে তাঁর হাতে ধরা পড়লেন না কেউ, মানে ক্যাচ নিলেন না একটিও। এবং তার হাত থেকে একজনও রান আউটও হলেন না। ফিল্ডিংয়েও তিনি বিশেষ নড়াচড়া করলেন না।

প্রথম টেস্টে অবশ্য দুই ইনিংসে ব্যাট হাতে নেমে ১৩ ও ১৬ রান করেছিলেন রশিদ। ৪০ রান দিয়ে একটি উইকেটও নিয়েছিলেন। এজবাস্টনে সেই টেস্ট ইংল্যান্ড ৩১ রানে জিতে নিয়েছিল। ১৪১ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে রশিদের আগে যাঁরা কোনও অবদান না রেখেই পুরো ম্যাচে দলে ছিলেন পার্সি চ্যাপম্যান, ব্রায়ান ভ্যালেন্টাইন, বিল জনসন (২বার), এজি ক্রিপাল সিংহ, নারি কনট্রাক্টর, ক্রেইগ ম্যাকডারমট, আসিফ মুজতবা, নীল ম্যাকেঞ্জি, আশওয়েল প্রিন্স, গ্যারেথ বাট্টি, জ্যাকস রুডলফ ও ঋদ্ধিমান সাহা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031