বহুমুখী প্রতারক বিদেশে নেয়ার প্রলোভন, ব্যবসায় অংশীদার করা, চাকরি দেওয়া, ঋণ পাইয়ে দেওয়া, কিষোয়ান, থাই ফুড, ওয়েল ফুডসহ বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানের ডিম সরবরাহের কাজ পাইয়ে দেওয়াসহ বিভিন্ন কৌশলে প্রতারণা করতেন ফরহাদ উদ্দীন চৌধুরী ওরফে ফরহাদ (৩৬)। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর কালুরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ কাজ করতে গিয়ে তিনি কখনও শীর্ষস্থানীয় রাজনীতিক-শিল্পপতির আতœীয়, কখনও ব্যারিস্টারের ছেলে পরিচয় দিয়ে আসছেন। এভাবে তার প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন শতাধিক মানুষ। অথচ পেশায় তিনি একজন ক্ষুদ্র ডিম ব্যবসায়ী।
পুলিশের ভাষায়, ফরহাদ আসলে একজন বহুমুখী প্রতারক।
