চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ২৮ মে এ উপজেলায় ৫ম দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৭জন, বিএনপির ৭জন, ইসলামী ফ্রন্টের ৩জন, জাতীয় পার্টির (জাপা) ২জন ও স্বতন্ত্র ২৭ জন প্রার্থী।

সংরক্ষিত ওয়ার্ডে ৪৮জন ও সাধারণ সদস্য পদে ২৮৯জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন ৪নং শাকপুরায় আবদুল মান্নান মোনাফ (নৌকা), শওকত আলী (ধানের শীষ), বিকাশ চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রভাষক মো. মহসিন ও আহমদ হোসেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১-৩নং ওয়ার্ডে ২জন, ৪-৬নং ওয়ার্ডে ২জন ও ৭-৯ নং ওয়ার্ডে ২জন। সাধারণ সদস্য পদে ৯ওয়ার্ডে ৪৭জন।

৫নং সারোয়াতলীতে বেলাল হোসেন (নৌকা) নুর মোহাম্মদ (ধানের শীষ), মুহাম্মদ এমদাদুল ইসলাম আল কাদেরী (মোমবাতি)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১-৩ নং ওয়ার্ডে ২জন, ৪-৬নং ওয়ার্ডে ৩জন ও ৭-৯নং ওয়ার্ডে ৩জন। সাধারণ সদস্য পদে ৯ ওয়ার্ডে ৩৫জন।

৬নং পোপাদিয়ায় এস.এম. জসিম (নৌকা), মেহেদী হাসান সুজন (ধানের শীষ), এস.এম. মেৃাদাচ্ছের (মোমবাতি), স্বতন্ত্র বিশ্বজিত চৌধুরী, শামশুল আবেদীন তারেক ও এস.এম. আমেরী ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১-৩ নং ওয়ার্ডে ১জন জোবাইদা রুমু, ৪-৬নং ওয়ার্ডে ৩জন ও ৭-৯নং ওয়ার্ডে ৩জন। সাধারণ সদস্য পদে ৯ ওয়ার্ডে ৩৭জন।

৭নং চরণদ্বীপে শামশুল আলম (নৌকা), মজিবত উল্লাহ মজু (ধানের শীষ), মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন (মোমবাতি), স্বতন্ত্র রহমত আলী চৌধুরী, মোহাম্মদ ইউনুচ, অলি আহমদ, জি.এস বাবর, মো. আবুল বশর, শোয়াইব রেজা, আবু বক্কর চৌধুরী, শফিউল হুদা ও জাহাঙ্গীর আলম। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১-৩ নং ওয়ার্ডে ২জন, ৪-৬নং ওয়ার্ডে জাহানারা সিদ্দিকা ও ৭-৯নং ওয়ার্ডে বেলি আকতার। সাধারণ সদস্য পদে ৯ ওয়ার্ডে ৪৮জন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031