শফিকুল ইসলাম রানা নামে একজন তার ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে ক্ষোভ নিয়ে এ কথা লিখেছেন। রাজধানী ঢাকার গুলশান এক নম্বরে ঘটেছে এ ঘটনা। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
দেশে মনে হয় আমিই প্রথম। বাইসাইকেল চড়ে রাস্তার এ পাড় থেকে ওপাড় যাচ্ছিলাম। সামনে এসে হাজির ট্রাফিক পুলিশ। আমার বিরুদ্ধে আনা হয় উল্টোপথে যাওয়ার অভিযোগ। কিন্তু আমি উল্টোপথে যাচ্ছিলামনা। রাস্তা পারাপার হচ্ছিলাম। আর আইন অমান্য করার দায়ে ৬০০ টাকা জরিমানা দিতে হয়েছে।
রানা তারা ওয়ালে জরিমানার রশিদও যুক্ত করে দিয়েছেন। তিনি আরও লেখেন, পুলিশ বলেছে সবাইকে তো ধরতে পারবো না তোকে দিয়ে শুরু করি। এরপর একের পর এক সাইকেল ধরতে থাকে। কেউ ছাড়া পেতে অনুরোধ করলে পুলিশ বলে রেকার আসুক তারপর।
ঘন্টাখানেক পর রেকার আসে। এরই মধ্যে সাইকেলের জরিমানা করে ছেড়ে দেয়। কাউকে রশিদ ছাড়া ২০০ টাকা আবার কাউকে দুজন মিলে এক রশিদ ৬০০ টাকা বা একজনের ৬০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়। কেউ কথা বললে পুলিশ বলে তুই সাইকেল পাবিনা, সাইকেল আগারগাঁও পাঠাবো ডাম্পিং করার জন্য। রানার প্রশ্ন উল্টোপথ কোনটি? রাস্তা পার হওয়াকে কি উল্টোপথে চলা বলা যায়?
