দু’টি শিশু রাস্তার পাশে ময়লার প্রলেপযুক্ত ছেঁড়া জামা জড়ানো অবস্থায় পরে আছে। রাত তখন এগারোটা বেজে ত্রিরিশ। একটু পরেই শহরজুড়ে নেমে আসবে সুন্শান নীরবতা। সবাই যে যার মতো করে নীড়ে ফিরবে। কিন্তু, এ দু’টি শিশুর রজনী কাটবে এখানেই! ওদের মতো আরও সব পথশিশুদের জীবন কাটে এভাবেই। কখনো বাস স্ট্যান্ড, কখনো রাস্তার মোড় আবার কখনোবা রেল লাইনের দ্বারে। পেঠের ক্ষুধা মেঠাতে সারাদিন থালা নিয়ে ভিক্ষা করে করেই এদের বেড়ে উঠা। স্মপ্রতি চট্টগ্রাম নগরীর জি.ই.সি মোড় এলাকায় রাস্তার পাশে আশ্রয়হীনভাবে পরে থাকা এ দু’টি ছিন্নমূল পথশিশুর ছবি ।