পুলিশ শেরপুরে ৭০ কেজি গাঁজাসহ কামাল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । গতকাল শনিবার রাতে সদর উপজেলার গাজীরখামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল সদর উপজেলার গনই মমিনাকান্দা এলাকার আব্দুল মালেকের ছেলে। আজ রোববার দুপুরে কামালকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আজ সকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল সদর উপজেলার গাজীরখামার এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। ওইসময় ওই এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি ভাঙারির গোডাউন থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। গ্রেপ্তারকৃত কামাল সিলেট থেকে শেরপুরে এনে ওই গাঁজা মজুদ করছিলেন এবং সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত তিনি। এ ঘটনায় কামালসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
