নতুন তিনজন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো. নূরুজ্জামানকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার প্রেসিডেন্টের অনুমোদন পাওয়ার পর তিনজনকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগের নতুন বিচারপতিদের শপথ পড়াবেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি বিচার কার্যক্রম চালিয়ে আসছিলেন। নতুন তিনজনকে নিয়ে আপিল বিভাগে বিচারকের সংখ্যা এখন সাতজন।
