আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বর্বরোচিত ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন । বলেছেন, ‘বিএনপি এটাকে নিয়ে যদি কোনো সমস্যা তৈরি করতে চায়, সহিংস-নাশকতা করতে চায়, তাহলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে আছে।’

মঙ্গলবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আল রিয়াদ এক্সপ্রেস বাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলার আসামিদের মধ্যে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টু। এই আসামিদের সবার মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

১৪ বছর আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নৃশংস গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হবে আগামীকাল বুধবার। এই রায়কে ঘিরে বিএনপিতে উদ্বেগ স্পষ্ট। এরই মধ্যে দলের পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা করলে দেশবাসী তা মেনে নেবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আগামী ১ অক্টোবর থেকে নেতা-কর্মীদের ‘রেডি থাকতে’ বলেছেন। জানিয়েছেন, সরকার পতনের আন্দোলন সেদিন থেকে শুরু হবে। এই রায়কে ঘিরে বিএনপি রাজপথে অবস্থান নিশ্চিত করতে চাইছে বলে মনে করছে আওয়ামী লীগ। এজন্য দলটির নেতাকর্মীরা সতর্ক রয়েছে।

গ্রেনেড হামলা মামলায় ন্যায়বিচার চেয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। আমি নিজেও ওই হামলায় আহত হয়েছি। আমাদের নেত্রীর একটা কানের শ্রবণ শক্তি চলে গেছে। আইভি রহমানসহ ২৪ জনের প্রাণের প্রদীপ চিরদিনের মতো নিভে গেছে। কাজেই এই ধরণের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে না এই ইমপিউনিটি কালচার গড়ে তুলবো?’

কাদের বলেন, ‘গ্রেনেড হামলার ঘটনার সময় ক্ষমতা ছিল বিএনপি। সবাই জানে এর মাস্টারমাইন্ড হচ্ছে হাওয়া ভবন, তারেক জিয়া। এখন সত্যকে আঁড়ালে করে লাভ নাই। তারপরও এ ব্যাপারে রায়ের আগে কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু ন্যায়বিচার যেন আমরা পাই। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি আদালতে।’

রায়কে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের কোনো নির্দেশনা বা প্রতিক্রিয়া থাকবে কি না এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা ন্যায়বিচার চাই। ন্যায়বিচার ছাড়া আমাদের আর কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপি এটাকে নিয়ে যদি কোনো সমস্যা তৈরি করতে চায়, যদি সহিংসতা-নাশকতা করতে চায়, সেটাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এজন্য আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে আছে।’

কাদের বলেন, ‘আমরা জানি এই মামলা রায় নিয়ে তারা (বিএনপি) এখন থেকে বড় ধরনের নাশকতা ও সহিংসতার পরিকল্পনা নিচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে এটা ২০১৪ সাল নয়, এখন ২০১৮ সাল। সেই ধরণের কোনো অপচেষ্টা হলে প্রতিরোধ করবে দেশের জনগণ। আমাদের লাগবে না। সহিংসতার উদ্ভূত পরিস্থিতিতে যা করার দরকার হয়, আইন প্রয়োগকারী সংস্থা করবে। প্রয়োজনে উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা নিবে।’

জাতীয় ঐক্যের পাঁচ দফার দাবি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পাঁচ দফার ভিত্তিতে পাঁচ মিশালি জাতীয় ঐক্য। জাতির কাছে আবেদন, এই জগাখিচুরি ভাঙ্গণপ্রবণ ঐক্য, জাতির কাছে আবেদনহীন।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031