নগর গোয়েন্দা পুলিশ চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সভা থেকে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে আটক করেছে ।
সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর জিইসি মোড়ে মেরিডিয়ান রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করেছে বলে জানিয়েছে নগর বিএনপি।
কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশের এসি ডিবির (উত্তর) কাজল কান্তি বিএনপির দুই নেতাকে আটকের ব্যপারে কিছুই জানে না বলে জানান।
তবে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) এস এম মোবাশ্বের হোসাইন দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনির্দিষ্ট মামলায় তাদের আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনো যাচাই-বাছাই চলছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে সোমবার সকাল থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের প্রস্তুতি সভা হয়েছে। সভা শেষে দুপুর ১ টার দিকে ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় নেতাদের মেরিডিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয় মধ্যাহ্নভোজের জন্য।
দুপুর দেড়টার দিকে রেস্টুরেন্ট থেকে বের হবার পর আবুল হাশেম বক্কর ও মাহাবুর রহমান শামীম ভাইকে ডিবি পরিচেয় একদল পুলিশ আটক করে নিয়ে গেছে।
