ময়নাতদন্তকারী চিকিৎসক নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিহত চার যুবক মাথার পেছনে শটগানের গুলিতে মারা গেছে বলে জানিয়েছেন ।
নিহতদের মধ্যে লুৎফর রহমান মোল্লা (৩৭) নামে এক গাড়ি চালকের লাশ শনাক্ত করেছেন তার স্ত্রী। লুৎফরের স্ত্রী রেশমা বেগম জানান, তাদের বাসা ঢাকার রামপুরায়। শুক্রবার বিকালে ‘ট্রিপ নিয়ে’ বের হওয়ার পর তার স্বামীর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার স্বামী গাড়ি চালিয়ে সংসার চালাতেন। কোনো অপরাধে তিনি জড়িত ছিলেন না।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা বাকি তিনটি লাশের পরিচয় এখনও পুলিশ জানাতে পারেনি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানান, ডাকাত বা সন্ত্রাসীদের ‘কোন্দলে’ ওই চারজন নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন।
পাঁচরুখী এলাকার বাসিন্দা রায়হান হোসেন বলেন, রাত আড়াইটার দিকে তিনি চারটি গুলির শব্দ পেয়েছিলেন। কিন্তু তখন আর বাসা থেকে বের হননি। ভোরে সড়কে এসে চারটি লাশ পড়ে থাকতে দেখেন।
“একটি মাইক্রোবাস একপাশে পড়ে ছিল। পুলিশ এসে লাশ উদ্ধারের সময় দুটি লাশের নিটে একটি পিস্তল পায়।”
আড়াইহাজার থানার ওসি এম এ হক সকালে সাংবাদিকদের বলেন, নিহতদের বয়স আনুমানিক ৩০-৩৫ এর মত।
