নগর গোয়েন্দা পুলিশের একটি টিম চট্টগ্রামের বাঁশখালীতে শিল্পগ্রুপ এস আলমের কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলন করে আলোচনায় আসা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে।
বুধবার ভোর রাতে চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।
তিনি বলেন, লিয়াকত আলী চেয়ারম্যানের বিরুদ্ধে বাঁশখালী থানায় রাষ্ট্রদ্রোহ, খুন, অস্ত্র আইনসহ ২৪টি মামলা রয়েছে। সেগুলো যাচাই-বাছাই সাপেক্ষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
নগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ২০১৬ সালের ৪ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের বিরোধিতা করে বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের চারজন নিহত হন। আন্দোলনকারী বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন লিয়াকত আলী। এ ঘটনায় বাঁশখালী থানায় লিয়াকত আলীর বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহ আইনে পৃথক মামলা দায়ের করা হয়।
আবার ওই বছরের ১৬মে লিয়াকত আলীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এভাবে একের পর এক তার বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করা হয়।
বিএনপি নেতা লিয়াকত আলী পরে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
