ঐশ্বরিয়া রায় বচ্চনের গত ১লা নভেম্বর জন্মদিন ছিল । বয়স হল ৪৫। তবে এ তো নায়িকার কাছে নেহাতই এক সংখ্যামাত্র। তার জন্মদিনে অভিনব উপহার দিয়েছিলেন অভিষেক। সপরিবারে তারা ভারতের গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। সদ্য সেই

হলিডে ট্রিপের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সমুদ্র সৈকত গোয়ায় একটি পুলে অভিষেক- ঐশ্বরিয়ার ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কালো সুইমস্যুটে ঐশ্বরিয়া নজর কেড়ে নিয়েছেন। দম্পতির সঙ্গে ছিল আরাধ্যও।
জন্মদিনে কয়েক বছর আগেও পার্টি করতেন ঐশ্বরিয়া।
