
মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ১৩৯ বলে ১৩০ রান করেন শেখ জামালের অধিনায়ক রিয়াদ। ‘লিস্ট এ’ ক্রিকেটে এটাই তার ক্যারিয়ার সেরা ব্যাটিং। আগে একবার করেছিলেন অপরাজিত ১২৮।
ওয়ানডে বিশ্বকাপ থেকে দারুণ ফর্মে আছেন রিয়াদ। ‘ব্যাক-টু-ব্যাক’ সেঞ্চুরি করার পর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে চিনিয়েছেন নতুনভাবে। প্রিমিয়ার লিগেও সেই ধারা অব্যাহত আছে।
রিয়াদ ছাড়া শতক পেয়েছেন মার্শাল আইয়ুবও। এই দুজনের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে শেখ জামাল।
‘লিস্ট এ’ ক্রিকেটে রিয়াদের অভিষেক হয় ২০০৫ সালে। এতদিনে রান করেছেন সাড়ে চার হাজারের উপরে। শতক পাঁচটি। অর্ধশতক আছে ২৮টি। উইকেট নিয়েছেন ১৩৭টি।
সালেহ আহমেদ শাওন পেয়েছেন দুটি।এদিন ক্রিকেট কোচিং স্কুলের মেহরাব হোসেন ৩ উইকেট নিয়েছেন।