20160512062437

ঢাকা, ১২মে :সীমান্ত এলাকার পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে প্রীতি কাবাডি প্রতিযোগিতা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিজিবি-বিএসএফ সফলভাবে সীমান্ত সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে কাজ করার মতো বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সুসম্পর্ক রয়েছে। সীমান্ত এলাকার পরিস্থিতি আগের চেয়ে প্রশ্নাতীতভাবে বেস্ট।”রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে এই কাবাডি প্রতিযোগিতায় বিজিবিকে পরাজিত করে বিএসএফ।বিজিবি সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সম্মেলনের অংশ হিসেবে দুই দেশের ক্রীড়া বোর্ডের পরিচালনায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।বিএসএফ মহাপরিচালক কে কে শর্মা, বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রতিযোগিতা উপভোগ করেন।বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদরদপ্তরে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পাঁচদিন ব্যাপী এ সম্মেলনে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। দুই দেশের প্রতিনিধিরা তাদের দাবি তুলে ধরে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন।সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল বুধবারই ঢাকায় পৌঁছায়। বিএসএফ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন দলে।সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।এতে বিজিবির আঞ্চলিক কমান্ডার, সেক্টর কমান্ডারসহ শীর্ষ কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং সার্ভে অব বাংলাদেশেরকর্মকর্তারা থাকবেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031