সেনাবাহিনী কোন জোটের নয় কোন দলের নয়। সেনাবাহিনী কোন পক্ষে যাবে না। তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার দুপুরে ফেনীর দাগনভূইয়ার আতাতুর্ক স্কুল মাঠে মহাজোটের লাঙ্গল প্রতীকের ফেনী-৩ আসনের প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিনের নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের প্রতিপক্ষকে উদ্দেশ্য বলেন, আপনারা ইসিকে বিতর্কিত করেছেন। বিচার বিভাগকে বিতর্কিত করেছেন। আজকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একে একে বিতর্কিত করছেন। নির্বাচন কমিশন, পুলিশকে প্রশ্নবিদ্ধ করছেন। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত হতে হয় এমন কোন কাজ বা মন্তব্য থেকে বিরত থাকবেন।
মন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে কথার লোক, কাজের লোক না।
বিএনপি আপনাদেরকে বছরের পর বছর কলা দেখাইছে, মুলা ঝুলাইছে, বাঙ্গালিকে হাইকোর্ট দেখাইছে। কোন কাজ করে নাই, তাই তাদেরকে ভোট দিলে আপনারা কিছুই পাবেন না।
ওবায়দুল কাদের বলেন, দলে দলে ৬টার মধ্যে কেন্দ্রে চলে আসবেন। ফজরের নামাজ পড়ে কেন্দ্রে চলে আসবেন। মসজিদের মধ্যে প্রস্তুতি আছে কারো কারো। আপনারাই আগে ভাগে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ার প্রস্তুতি রাখবেন। যাতে সেখান থেকে নির্বাচনে কোন অশুভ শক্তি প্রভাব ফেলতে না পারে।
জনসভায় ফেনী-২ আসনে সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা সাংসদ জাহান আরা বেগম সুরমা, ফেনী-৩ আসনে মহাজোটরে প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, এনআরবি গ্লোবাল ব্যংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, মার্কেন্টাইল ব্যংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
