আদালত রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার বাস চালককে কারাগারে পাঠিয়েছে ।
বুধবার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে বাস চালক জুনায়েদকে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ সময় বাস চালকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
পুলিশের আবেদনে বলা হয়, জুনায়েদ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত আবুল হোটেলের সামনে নাহিদা পারভিন পলি ও মীম আক্তার নামে দুই পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জুনায়েদের বিরুদ্ধে তদন্ত অব্যহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন।
দুর্ঘটনার পর গত মঙ্গলবার রাতে নিহত পলির মা জরিনা বেগম বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। এর আগে স্থানীয় জনতা এবং পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, একাধিক বাসে আগুন দেন এবং ভাঙচুর করেন।
নিহত পলি নীলফামারীর সৈয়দপুর উপজেলার মৃত ইজাজ আহম্মেদের মেয়ে। মিম বগুড়ার গাবতলী উপজেলার সোনা মিয়ার মেয়ে। তারা মালিবাগের এমএইচ পোশাক কারখানায় কাজ করতেন এবং মগবাজার পূর্ব নয়াটোলায় ভাড়া বাসায় থাকতেন।
