আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচনী ইশতেহার পালন ও বাস্তবায়ন করাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে বলে মন্তব্য করেছেন। সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ শেষে বঙ্গভবন চত্বরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী কাদের বলেন, ইশতেহার অক্ষরে অক্ষরে বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ। এটি আমরা প্রথমেই করবো। আমরা ইশতেহারের সব প্রতিশ্রুতি পালনের চেষ্টা করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে আগেই মনে হয়েছিলো, মন্ত্রিসভায় এমন কিছু চমক থাকবে। আমার লিডারের সঙ্গে কথা বলেই এমনটা মনে হয়েছিলো। মন্ত্রিসভায় বাদ পড়াদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমার মনে হয় এখানে হারানোর কিছু নেই।

এটা দায়িত্বের পরিবর্তন, দায়িত্বের রূপান্তর। এখন তারা দলের জন্য বেশি সময় দিতে পারবেন।
তিনি বলেন, যারা মন্ত্রী আছেন তারা দলকে সেভাবে সাপোর্ট দিতে পারেন না। আমরা দলকে আরও শক্তিশালী ও স্মার্ট করতে চাই।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তারা নির্বাচনে যাই পেয়েছেন, সেটা নিয়ে থাকাই ভালো মনে করি। ১৪ দল প্রসঙ্গে কাদের বলেন, ১৪ দল আমাদের সঙ্গে আছে। মন্ত্রী তো পাঁচ বছরের ব্যাপার। সবাইকে পারফরমেন্স করেই মন্ত্রীসভায় থাকতে হবে।
এর আগে বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী শপথ নেন। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031