একাদশ সংসদের এমপিদের শপথ গ্রহণ অসাংবিধানিক ও বে-আইনি দাবি করে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে দশম সংসদের মেয়াদ শেষ হবার আগেই । জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রী পরিষদের সচিবের প্রতি দেয়া
এই নোটিশে আগামী ১৩ই জানুয়ারী সকাল সাড়ে ৯টার মধ্যে এমপিদের শপথ বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়। সুপ্রিমকোর্টের আইনজীবি অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আজ রেজিস্ট্রি ডাক যোগে এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়, ২৮শে জানুয়ারি দশম জাতীয় সংসদের ৫ বছর পূর্ণ হবে। মেয়াদ পূর্ণ হবার আগেই গত ৩রা জানুয়ারি নতুন এমপিরা শপথ নিয়েছেন। যা আইনের চোখে অচল ও বে-আইনী।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||