টেক রিপাবলিক গতিতে চিতার চেয়ে ক্ষিপ্রো এবং ধারণ ক্ষমতায় এইচডিডির সমান্তরাল হলেও বাজেট বান্ধব সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) দেশের বাজারে নিয়ে এসেছে। অ্যাপাসার ব্র্যান্ডের প্যানথার এএস৩৪০ মডেলের এই এসএসডি ড্রাইভটির ধারণ ক্ষমতা যথাক্রমে ১২০ ও ২৪০জিবি।

সাটা-৩ ইন্টারফেস হওয়ায় হার্ডডিস্কের তথ্য স্থানান্তর গতি সেকেন্ডে ৬জিবি। ড্রাইভটির নকশায় তেমন কোনো অভিনবত্ব নেই। অবশ্য গুলবাঘের ছোপ ছোপ নকশায় ড্রাইভটির টপ প্যানেলে আছে সোনালী রঙের চিতাবাঘ মার্কা। পিসি’র মধ্যে জুড়ে দিতে রয়েছে স্ক্রু লাগানো তিনটি গর্ত।

অ্যাপাসার প্যান্থার এএস৩৪০ মডেলের ১২০জিবি ধারণ ক্ষমতার ড্রাইভের রিডিং কর্মক্ষমতা সেকেন্ডে ৫০০এমবি এবং  রাইটিং কর্মক্ষমতা ৩৭৫এমবি। অন্যদিকে ২৪০জিবি রিডিং কর্মক্ষমতা সেকেন্ডে ৫০৫এসমবি ও রইটিং কর্মক্ষমতা ৪১০এমবি।

এএস৩৪০ প্যানথার এসএসডি’র মূল্য ধারণ ক্ষমতা ভেদে ২৭০০ ও ৪০০০ টাকা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031