বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোনে ভয়েস ও ইন্টারনেটের প্যাকেজে ন্যুনতম সাত দিন মেয়াদের নির্দেশনা থেকে সরে এসেছে । এখন থেকে যেকোনও প্যাকেজ বা অফারের ন্যুনতম মেয়াদ হবে তিন দিন। আগামী ১ ফ্রেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। ৩০ দিন পর নতুন নিয়মটি পর্যালোচনা করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সংস্থাটির জ্যেষ্ঠ সহকারি পরিচালক সামিউল খান মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন।  প্রসঙ্গত, দেশে মোবাইল  ফোন অপারেটরগুলোর এখন দুই দিন, এক দিনেরও প্যাকেজ রয়েছে। ভয়েস বা ডাটা শেষ না হলেও কেবল মেয়াদ না থাকায় তা ব্যবহারকারীরা উপভোগ করতে পারেন না গ্রাহকরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে বিটিআরসি এই উদ্যোগ নিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ভবিষ্যতে ন্যুনতম এই মেয়াদ আরও বাড়তে পারে বলেও সূত্রে জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকের ইন্টারনেট ব্যালেন্স (ডাটা) ফুরিয়ে গেলে তিনি পে-পার-ইউজ প্রক্রিয়ায় সর্বোচ্চ পাঁচ টাকার ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। পাঁচ টাকার ইন্টারনেট খরচ হয়ে গেলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ, বান্ডল ও অফারে অপট ইন/সাবস্ক্রাইব করতে হবে।

এর আগে, গত ১৬ জানুয়ারি টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের সাথে এক মতবিনিময় সভায় ইন্টারনেট ও ভয়েস ডাটার প্যাকেজ ন্যুনতম সাত দিনের জন্য করতে হবে বলে টেলিকম অপরাটেরদের নির্দেশনা দেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। এর এক সপ্তাহ পরই, সাত দিন থেকে সরে এসে ন্যুনতম তিন দিনের মেয়াদের বিষয়ে নির্দেশনা দিয়ে একটি চিঠি দেয় বিটিআরসি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031