টিকে থাকলো আতালান্তা ইতালিয়ারন কাপের কোয়ার্টার ফাইনালে রোনালদোর জুভেন্টাসকে বিদায় করে । টানা চারবারের চ্যাম্পিয়নদের বিদায় করে সেমি-ফাইনাল নিশ্চিত করলো আতালান্তা।
বুধবার জাপাতার জোড়া গোলে নিজেদের মাঠে জুভেন্টাসকে ৩-০ গোলে হারায় স্বাগতিকরা। জাপাতার পাশাপাশি স্বাগতিক দলের হয়ে গোল করেন বেলজিয়ামের ডিফেন্ডার টিমোথি। এরআগে ১৯৬২-৬৩ মৌসুমে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল আতালান্তা। আর গত চার আসরে টানা শিরোপার স্বাদ পেয়েছিল জুভেন্টাস।
এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল জুভেন্টাস। ১২তম গোল করার সহজ সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন রোনালদো। উল্টো দুই মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে তুরিনের ক্লাবটি।
ম্যাচের ৩৭তম মিনিটে আতালান্তাকে প্রথমে এগিয়ে নেন পিমোথি। ডি-বক্সের মুখে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে গোলটি করেন তিনি। তার দুই মিনিটের মধ্যে জোরালো শটে ব্যবধান দ্বিগুন করেন জাপাতা।
দুই গোলে দল পিছিয়ে পড়ায় মেজাজ হারিয়ে ফেলেন জুভেন্টাস কোচ আল্লেগ্রি। গায়ের জ্যাকেট ছুড়ে মেরে কিছুটা বাজে বাক্য বলেন। যার জন্য ডাগআউট থেকে আল্লেগ্রিকে বহিষ্কার করেন ম্যাচ রেফারি।
৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আতালান্তার বড় জয় নিশ্চিত করেন জাপাতা। আর ৩-০ গোলের হার নিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেন রোনালদোরা।
