বুড়িগঙ্গার নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে ঢাকার কামরাঙ্গীরচরে । আজও উচ্ছেদ করা হয়েছে অর্ধশতাধিক স্থাপনা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ ‘র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।
আজ দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন কারখানা, বসতবাড়ি, সেমিপাকা ভবনসহ বহুতল ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফুর রহমান জানান, ‘নদীর তীরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো অপসারণে অভিযান চলছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এ অভিযান চলবে। এক্ষেত্রে নদী দখলকারীরা যেই হোক, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না।’
এর আগে ২৯ জানুয়ারি থেকে তিন দিন অভিযান চালিয়ে ৪৪৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে কয়েকটি বহুতল ভবনও রয়েছে।
