একটি বাসে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন ফেনী থেকে আসা মাদ্রাসা শিক্ষার্থীদের পিকনিকের বাস চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসদরের ইকোপার্ক রেলক্রসিংয়ের উপর । আহতদের মধ্যে ৮ জন শিক্ষার্থী ও বাকিরা তাদের অভিভাবক। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন-ফারজানা আক্তার মুন্নি (১৫), মুজাহিদ (১০), আবুল হাসেম (১৬), শাহেদ হাসান (১৫), আব্দুল আউয়াল (১৫), ফয়সাল আহম্মেদ (১২), ইমন (১১) এবং মঈন উদ্দিন (১১)।
অভিভাবকদের মধ্যে আহত আছেন-দাউদ (৪৫), শিরিন আক্তার কমলা (৪৫), মনোয়ারা বেগম (৫০), মোরশেদা আক্তার (৪০) এবং মাসুদা বেগম (৪০)।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, দুপুর ২টার দিকে বাসটি সীতাকুন্ড ইকোপার্ক রেলক্রসিং অতিক্রমের সময় ঢাকা থেকে আসা চট্টগ্রামমুখী আন্তঃনগর এক্সপ্রেস বাসটির পেছনদিকে ধাক্কা দেয়। এতে ১৩ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি দ্রুত সরিয়ে নেওয়ায় দুই ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়।।
