https://youtu.be/Q0SEQ8xBDjo
https://youtu.be/MO3Dm-FFbQA
গতরাতে আগুনে চকবাজার চুড়িহাট্টায় পুড়ে গেছে একটি পাঁচতলা আশপাশের বেশকিছু স্থাপনা। ভয়াবহ এই ট্র্যাজেডিতে এখনও পর্যন্ত ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। হতাহত হয়েছে অন্তত শতাধিক। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট একযোগে কাজ করে সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন থামার পর সেখানে গিয়ে পুড়ে যাওয়া এক জনপদ। আমাদের প্রধান আলোকচিত্রী শাহীন কাওসারের ক্যামেরায় পুড়ে ডাওয়া চুড়িহাট্টার খন্ডচিত্র







