ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়ার জন্য দায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন। তাই আমি মনে করি রাজউক-এর ওপর আল্লাহর অভিশাপ আছে। এ সময় পাশে ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকা-ের পর আশু করণীয় নিয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় রাজউকসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুরান ঢাকার রাস্তা সম্প্রসারণের কথা বলতে গিয়ে কামাল আহমেদ মজুমদার রাজউকের প্রসঙ্গে চলে যান। তিনি বলেন, রাজউক ২০ ফুট রাস্তার পাশে ১৪-১৫ তলা ভবনের অনুমোদন কীভাবে দেয়। তারা (রাজউক) পরিকল্পনায় রাস্তার প্রশস্ততা রাখে এক রকম। পরে অর্থনৈতিক সুবিধা পেলে রাস্তা সরু করে ফেলে।

রাজউকের জমি অধিগ্রহণের বিপরীতে প্লট বুঝিয়ে দেয়ার কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী অভিশাপের কথা উল্লেক করে বলেন, রাজউক আবাসন প্রকল্প করার জন্য মানুষের শত শত বিঘা জমি অধিগ্রহণ করে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031