দেশের সব দায়রা জজ আদালতে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন সমস্ত ফৌজদারি মামলা ৬ মাসের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন । এই মামলাগুলোর তালিকা আগামী ৩০ দিনের মধ্যে দাখিল করতেও বলা হয়েছে। এক আসামির জামিন শুনানিকালে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিচারিক
আদালতে দীর্ঘদিন সাক্ষী উপস্থিত না হওয়ার মামলার দীর্ঘসূত্রিতার বিষয়ে
ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
২০০৭ সালে নরসিংদী
জেলায় একটি ডাকাতি হয়। ওই ডাকাতি মামলায় এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে
আবেদন করেন। আজ ওই জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল।
