তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন চলতি বছরের মে মাসের ১২ তারিখের মধ্যে দেশের সবগুলো স্যাটেলাইট টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বলে । সোমবার সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন কোম্পানি ওনার্স (এটকো)’র বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী।
তিনি আরো জানান, প্রথম ৩ মাস
চ্যানেল গুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট একদম ফ্রি ব্যবহার করতে পারবে। চ্যানেল
মালিকদের কাছ থেকে এর জন্য কোনো খরচ নেবে না বঙ্গবন্ধু স্যাটেলাইট
কর্তৃপক্ষ।
সম্প্রচার কার্যক্রমের ক্ষেত্রে দাম নির্ধারিত হয়েছে
কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু আমরা তিনমাস ফ্রি সার্ভিস
দিব, তাই এটা নিয়ে এখনই ভাবছি না। পরে এটা নির্ধারণ করা হবে।
উল্লেখ্য ১২ ই মে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি সফল উৎক্ষেপণের ফলে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়।
