kalaমামুস্তাফিজ মাত্র এক বছরের ক্যারিয়ার। এরই মধ্যে তারকা খ্যাতি আকাশচুম্বী। জাতীয় দলের পরই বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে তার কদর বেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে তা প্রমাণ করে চলেছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। আইপিএলের পরই মুস্তাফিজ খেলতে যাবেন কাউন্টি ক্রিকেটে। যেখানে মুস্তাফিজকে দলে টেনেছে সাসেক্স দল।

যদিও কিছুদিন ধরে শোনা যাচ্ছিল মুস্তাফিজ সাসেক্সে নাও যেতে পারেন। টানা খেলার মধ্যে বিশ্রাম নিয়ে ইনজুরি ঝুঁকি এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে কাউন্টি খেলার অনুমতি দেবে কিনা তা নিয়েও সন্দেহ ছিল। তবে, আইপিএলে এখন পর্যন্ত ২১.৪২ গড়ে ১৪টি উইকেট পাওয়া মুস্তাফিজকে কাউন্টি ক্রিকেটের এবারের মৌসুমে পেতে মরিয়া কাউন্টি দল সাসেক্স।

একটু দেরিতে হলেও কাটার মাস্টারকে দলে চায় তারা।  সাসেক্স চায় আইপিএল শেষে বাড়িতে কিছুদিন বিশ্রাম নিয়ে হলেও কাউন্টিতে যোগ দেবেন মুস্তাফিজ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম আরগাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুস্তাফিজকে খেলানোর সম্ভাব্য সব উপায় নিয়ে বসেছে সাসেক্স।

সাসেক্স অধিনায়ক লুক রাইট বলেন, ‘ফিজ অবশ্যই আসছে। ক’টা ম্যাচ সে খেলবে সেটাই ঠিক করছি আমরা। বুঝতে হবে ও তরুণ। দীর্ঘদিন বাড়ির বাইরে। আর এমন পরিবেশে যেখানে নিজের ভাষায় কথা বলার উপায় নেই। অনেক ম্যাচও খেলেছে। আমরা তাই তাকে যথেষ্ট বিশ্রাম দিতে চাই। যাতে যখন আসে, তখন সেরাটা দিতে পারে।’

লুক রাইট আরও বলেন, ‘আগে থেকেই জানতাম প্রথম দুটি ম্যাচ মিস করবে সে। এখন দেখতে হবে আরও একটি ম্যাচ মিস করে কিনা। অসাধারণ ফর্মে সে। তাকে সম্ভাব্য বেশি ম্যাচে খেলাতে চাই।’

শুক্রবার সাসেক্সের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১ জুন সাসেক্সের দ্বিতীয় ম্যাচ। হায়দরাবাদ আইপিএল-এর ফাইনালে খেলতে দ্বিতীয় ম্যাচটিও মিস করবেন মুস্তাফিজ। এর দুই দিন পর সারের বিপক্ষে হোম ম্যাচ। ওই ম্যাচ মিস করলেও ১০ জুন কেন্টের বিপক্ষে মুস্তাফিজের খেলা নিশ্চিত বলেই মনে করছে সাসেক্স কর্তৃপক্ষ।

– See more at: http://www.priyo.com/2016/May/19/216704#sthash.EAFkqMS4.dpuf

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031