মেয়েটি সেঁজে ছিল বধূর সাঁজে কিন্তু বরের সঙ্গে যেতে পারল না। এর কারণ মেয়েটি ছিল অপ্রপাপ্তবয়স্ক। বিয়ের সব আয়োজনই ছিল। বর এবং মেয়ের পক্ষের লোকজন ছিল খানা দানায় ব্যস্ত। হঠাৎ সেখানে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। ফলে অগত্যা বিয়েটি পন্ড হয়ে যায়। এসময় বিয়ের আসর থেকে পালিয়ে যায় কাজী।
স্থানীয় সুত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর পশ্চিমপাড়া গ্রামের জনৈকের অপ্রাপ্ত বয়সের মেয়ের সঙ্গে পলাশবাড়ী উপজেলার পশ্চিম নুরপুর গ্রামের মওলা মিয়ার ছেলে মশিউর রহমানের বিয়ে ঠিকঠাক হয়। পূর্ব নির্ধারিত তারিখ মোতাবেক শুক্রবার বিকেলে মেয়ের বাড়িতে চলছিল বিয়ের উৎসব।
